Male Spam Informaton






যারা Biology পড়েছেন তারা জানেন , বিশেষ সময়
একজন পুরুষ একবারে ২০০-৩০০ মিলিয়ন স্পার্ম
নির্গত করেন। এই ৩০০ মিলিয়ন স্পার্মই
Ovum এর দিকে ছুটতে ছুটতে সেখানে পৌছায়
মাত্র ৩০০-৫০০ পিস !
.
মাত্র ৩০০ - ৫০০ স্পার্মই Ovum এর কাছে
যেতে পারে, আর বাকিরা এই "ছুটে চলার" দৌড়ে
ক্লান্ত-শ্রান্ত হয়ে বিলিন হয়ে যায়।
.
এই ৩০০-৫০০ স্পার্ম যেগুলা ডিম্বানুর কাছে
যেতে পেরেছে এদের মধ্যে মাত্র ১ টাই ডিম্বানুকে
উর্বর করে। আর যে একটা স্পার্ম ডিম্বানুকে
উর্বর করে সেই একটাই আপনি বা আমি।
.
আপনি কখনও কি একবারের জন্যও এইভাবে চিন্তা
করেছেন যে , আপনি তখন দৌড়াচ্ছিলেন তখন
আপনার চোখ , হাত , পা , মাথা কিছুই ছিলনা !
ইনফেক্ট আপনি ছিলেন অর্ধেক। তবুও আপনি
জিতেছিলেন।
.
আপনি তখন দৌড়াচ্ছিলেন , তখন আপনার কোন
সার্টিফিকেট ছিল না , কিন্তু তবু আপনি
জিতেছিলেন।
.
আপনি তখন কোন শিক্ষা ছাড়া দৌড়াচ্ছিলেন ,
কারো সাহায্য ছাড়াই দৌড়াচ্ছিলেন , ষ্টার্টিং
ট্র্যাকে বাঁশি দেয়ার কেউ ছিল না , তবু আপনি ঠিক
সময়ে দৌড় দিয়েছিলেন ও জিতেছিলেন সেই
প্রতিযোগিতা।
.
অথচ , আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান,
নিরাশ হয়ে যান। পরাজয় মেনে নেন । অথচ , এখন
আপনার সার্টিফিকেট আছে, প্লান করার মানুষ আছে
, সাহায্য করার হাত আছে , তবুও আশা হারিয়ে
ফেলেন।
.
যেখানে আপনি আপনার জীবনের প্রথম দিনেই হার
মানেন নাই , সেখানে আপনি এখন কেন হার মানবেন ?
আপনি তো জন্ম থেকেই চ্যাম্পিয়ন।
Writer: ডা.শিরিন চৌধুরী মেরী

No comments:

Post a Comment