ক্যালেন্ডার এর সুত্র সমাচার



প্রিলিতে মানসিক_দক্ষতায় ১৫ নম্বর এবং বিসিএস
লিখিততে মানসিক দক্ষতায় ৫০ নম্বর!
সুবিধাসময় পড়তে শেয়ার করে টাইমলাইনে রেখে
দিন।

>>>>সূত্র ১
যেকোন বসরের ১ম শেষ তারিখ (১ম দিন
শেষ দিন ) সর্বদা একই বার হবে।
অর্থা :
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার ছিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর = মঙ্গলবার হবে

>>>> সূত্র ২
Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১
দিন যোগ দিতে হবে। অর্থা Leap year এর ১ম ও
শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না।
১ দিন যোগ দিতে হবে।
অর্থা :
২০১৬ = Leap year
২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে
২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে

>>>> সূত্র
চলতি বসরের কোন তারিখ যে বার ছিল, পরবর্তী
বত্সরে সেই তারিখ কি বার হবে??
এক্ষেত্রে ১ দিন যোগ দিতে হবে।
অর্থা :
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার
২০১৬ সালের ১ জানুয়ারি = বুধবার হবে

>>>> সূত্র ৪
সাধারণত বত্সরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০
তারিখগুলো একই বার হয়ে থাকে।
এখানে, ৩/১ = ৩ জানুয়ারি, ৪/৪ = ৪ এপ্রিল, ৬/৬ = ৬
জুন, ৮/৮ = ৮ অগাস্ট, ১০/১০ = ১০ অক্টোবর
অর্থা :
কোন বসরের / শনিবার হলে /, ৬/৬, ৮/৮,
১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে।

প্রশ্ন: ২০১৩ সালের ১ লা জানুয়ারি মঙ্গলবার হলে ঐ
সরের ১২ অক্টোবর কী বার হবে?
উত্তর :
প্রশ্নে ১/১ মঙ্গলবার বলা আছে। এর দুইদিন পর
৩/১ হবে বৃহস্পতিবার।
আমরা জানি -- ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো
একই বার হয়ে থাকে।
এখন ৩/১ যদি বৃহস্পতিবার হয় তবে ১০/১০ হবে
বৃহস্পতিবার। (সূত্রানুসারে)
সুতরাং ১২/১০ হবে শনিবার।


 একনজরে পুনরায় দেখি at a glance

>>>>সরের ১ম শেষ তারিখ = একই বার হবে Leap year না হলে
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার ছিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর = মঙ্গলবার হবে

>>>>সরের ১ম শেষ তারিখ = দিন যোগ হবে Leap year হলে
২০১৬ = Leap year
২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে
২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
.
>>>চলতি বত্সরের কোন তারিখ, পরবর্তী বত্সরে
সেই একই তারিখ কি বার হবে = ১ দিন যোগ হবে।
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার
২০১৬ সালের ১ জানুয়ারি = বুধবার হবে

>>>>সাধারণত বসরের /, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০
তারিখগুলো একই বার হয়ে থাকে।
অর্থা কোন বত্সরের / তারিখ শনিবার হলে
৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার

হবে। (এখানে ৩/১ মানে = ৩ জানুয়ারি)

No comments:

Post a Comment