কবির নাম নিয়ে যত বিভ্রান্তি




অভিযাত্রিক (কাব্য) - সুফিয়া কামাল।
অভিযাত্রিক (উপন্যাস) - বিভূতিভূষণ।
অরণ্য গোধূলি (কাব্য) - বন্দে আলী মিয়া।
অরণ্যে নীলিমা (উপন্যাস) - আহসান হাবিব।
অরণ্য বহ্নি (উপন্যাস) - তারাশঙ্কর।
আরন্যক (উপন্যাস) - বিভূতিভূষণ।
একাত্তরের কথামালা- নুরজাহান বেগম।
একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম।
একাত্তরের ডায়েরি (স্মৃতি কথা) - সুফিয়া কামাল।
একাত্তরের নিশান - রাবেয়া খাতুন।
একাত্তরের বর্নমালা - এম আখতার মুকুল।
একাত্তরের বিজয়গাথা - মেজর রফিকুল ইসলাম।
একাত্তরের যীশু - শাহরিয়ার কবির।
একাত্তরের চিঠি (পত্র সংকলন) - জিপি ও প্রথম আলো
কৃষ্ণপক্ষ (গল্পগ্রন্থ) - আব্দুল গাফফার চৌধুরী।
কৃষ্ণকুমারী (নাটক) - মাইকেল মধুসূদন
বসন্তকুমারী (নাটক) - মীর মোশারফ।
কন্যাকুমারী (উপন্যাস) - নীহার রঞ্জন গুপ্ত
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস) - বঙ্কিমচন্দ্র
কমলাকান্তের দপ্তর (প্রবন্ধ) - বঙ্কিমচন্দ্র
শ্রীকান্ত (উপন্যাস) - শরৎচন্দ্র
বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র
বৈকুন্ঠের খাতা - রবীন্দ্রনাথ
জননী (উপন্যাস) - মানিক
জননী (উপন্যাস) - শওকত ওসমান
পদ্মাবতী (কাব্য) - আলাওল
পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন
পদ্মাবতী (সমালোচনা) - সৈয়দ আলী আহসান
মরূভাস্কর (জীবনী) - মোঃ ওয়াজেদ আলী
মরূ-ভাস্কর (কাব্য) - নজরুল
মরূমায়া, মরূশিখা (প্রবন্ধ) - যতীন্দ্রনাথ সেনগুপ্ত
মানচিত্র (কাব্য) - আলাউদ্দিন আল আজাদ
মানচিত্র (নাটক) - আনিস চৌধুরী।
দেনা পাওনা (ছোট গল্প) - রবীন্দ্রনাথ।
দেনা পাওনা (উপন্যাস) - শরৎচন্দ্র।

No comments:

Post a Comment