রেজিস্টর বলতে কি বুঝ?

উত্তর ঃ যে ধর্মের জন্য কোন পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয় । আর এ পদার্থের মধ্যে এই বাধা সৃস্টি হয় তাকে রেজিস্টর বলা হয়। রেজিস্ট্যান্সকে R চিহ্ন দ্বারা নির্দেশ করা হয় এবং এর একক ওহম ।

No comments:

Post a Comment