১৯২৮ সালে আমস্টার্ডামে ইন্টারন্যাশনাল এমেচার হ্যান্ডাল ফেডারেশন গঠিত হয় ।
বাংলা প্রবাদ
অতি আশ র্সবনাশ।
অতি চালাকের গলায় দরি অতি বোকার পায়ে দরি।
অতি মন্থনে বিষ ওঠে।
অতি মেঘে অনাবৃষ্টি।
অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি।
অনেক সন্যাসীতে গাজন নষ্ট।
অনেক হল পাপ, এবার ছাড়ো বাপ।
অবস্থা বুঝে ব্যবস্থা।
অতি চালাকের গলায় দরি অতি বোকার পায়ে দরি।
অতি মন্থনে বিষ ওঠে।
অতি মেঘে অনাবৃষ্টি।
অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি।
অনেক সন্যাসীতে গাজন নষ্ট।
অনেক হল পাপ, এবার ছাড়ো বাপ।
অবস্থা বুঝে ব্যবস্থা।
ট্রানজিস্টর কি?
উত্তরঃ ট্রানজিস্টর তিন টার্মিনাল, তিন লেভেল বিশিষ্ট একটি সেমিকন্ডাকটর ডিভাইস যা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে।
রেজিস্টর বলতে কি বুঝ?
উত্তর ঃ যে ধর্মের জন্য কোন পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয় । আর এ পদার্থের মধ্যে এই বাধা সৃস্টি হয় তাকে রেজিস্টর বলা হয়। রেজিস্ট্যান্সকে R চিহ্ন দ্বারা নির্দেশ করা হয় এবং এর একক ওহম ।
ইলেকট্রনিক্স বলতে কি বুঝায় ?
উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় কোন ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাকটরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলা হয় ।
Subscribe to:
Posts (Atom)